আলগা কর গো খোঁপার বাঁধন
দীল ওহি মেরা ফাস্ গেয়ি
বিনোদ বেনীর জরীণ ফিতায়
আন্ধা ইশক মেরা....
Song details
Song -আলগা কর গো খোঁপার বাধন
Singers - Pulok
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
আলগা কর গো খোঁপার বাঁধন
দীল ওহি মেরা ফাস্ গেয়ি
বিনোদ বেনীর জরীণ ফিতায়
আন্ধা ইশক মেরা কস্ গেয়ি ।।
তোমার কেশের গন্ধে কখন
লুকায়ে আসিল লোভী আমার মন
বেহুশ হো কর গির পারি হাতমে
বাজু বান্দমে বস্ গেয়ি ।।
কানের দুলে প্রাণ রাখিলে বিধিয়া
আখঁ ফেরা দিয়া চোরি কার নিদিয়া
দেহের দেউরিতে বেড়াতে আসিয়া
আউর নেহি উয়ো ওয়াপাস গেয়ি ।।