আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে
সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে।।
তোমার বুকের মধ্যখানে....
Song details
Song -আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে
Singers - Andrew Kishore, Samina Chowdhury
Lyrics - Ahmed Imtiaz Bulbul | Movie: Noyoner Alo
Lyrics
আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে
সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে।।
তোমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে
সেইখানে আমাকে রেখো আর কোথাও যাব না জীবনে
তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাব তেপান্তর ।।
ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্তর
তোমার কত ভালোবাসি
বোঝাব বোঝাব কেমনে।।
আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে
সাগরেরই টানে যেমন নদী ছুটে যায় ।।
তেমনি করে আমার এ মন
তোমায় পেতে চায়,
তুমি আমার জীবন তরী
তুমি আমার আলো নয়নে।।
আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে
সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে।।
তোমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে
সেইখানে আমাকে রেখো আর কোথাও যাব না জীবনে