নদীর জল ছিল না…
হো… হো… নদী…
নদীর জল ছিল না, কূল ছিল....
Song details
Lyrics
নদীর জল ছিল না…
হো… হো… নদী…
নদীর জল ছিল না, কূল ছিল না
ছিল শুধু ঢেউ
আমার একটা…
আমার একটা নদী ছিল
জানলো নাতো কেউ
এইখানে এক নদী ছিল
জানলো নাতো কেউ
নদীর জল ছিল না, কূল ছিল না
ছিল শুধু ঢেউ
আমার একটা…
আমার একটা নদী ছিল
জানলো নাতো কেউ
এইখানে এক নদী ছিল
জানলো নাতো কেউ
নদীর জল ছিল না, কূল ছিল না
ছিল শুধু ঢেউ
আমার একটা…
আমার একটা নদী ছিল
জানলো নাতো কেউ
সেই ঢেউয়েতে ভেসে ভেসে
নৌকা হেথায় এলাম শেষে
ওহো আহা আহা এহে এহে
সেই ঢেউয়েতে ভেসে ভেসে
নৌকা হেথায় এলাম শেষে
ওহো আহা আহা এহে এহে
এখন আমি সাঁতার কাটি
সাঁতার ভোলা কেউ
আমার একটা…
আমার একটা নদী ছিল
জানলো নাতো কেউ
এইখানে এক নদী ছিল
জানলো নাতো কেউ
নদীর জল ছিল না, কূল ছিল না
ছিল শুধু ঢেউ
আমার একটা…
বাঁক ছিল তার শাখে শাখে
হো… হো
শাখায় শাখায় বাঁকে বাঁকে
বাঁক ছিল তার শাখে শাখে
হো… হো
শাখায় শাখায় বাঁকে বাঁকে
বাঁকে বাঁকে জমলো মেলা
ও সে বাঁকে বাঁকে জমলো মেলা
মেলার ভীড়ে একলা একা
সুজন হারা কেউ
আমার একটা…
আমার একটা নদী ছিল
জানলো নাতো কেউ
এইখানে এক নদী ছিল
জানলো নাতো কেউ
নদীর জল ছিলনা…
হো… ও… হো… ও…
নদীর জল ছিল না, কূল ছিল না
ছিল শুধু ঢেউ
আমার একটা…
আমার একটা নদী ছিল
জানলো নাতো কেউ
এইখানে এক নদী ছিল
জানলো নাতো কেউ
আমার একটা নদী ছিল
জানলো নাতো কেউ
এইখানে এক নদী ছিল
জানলো নাতো কেউ
নদীর জল ছিল না, কূল ছিল না
ছিল শুধু ঢেউ
আমার একটা…
আমার একটা নদী ছিল
জানলো নাতো কেউ
এইখানে এক নদী ছিল
জানলো নাতো কেউ
আমার একটা নদী ছিল
জানলো নাতো কেউ
এইখানে এক নদী ছিল
জানলো নাতো কেউ
আমার একটা নদী ছিল
জানলো নাতো কেউ
এইখানে এক নদী ছিল
জানলো নাতো কেউ
Amar ekta nodi chilo Lyrics:
Nodir jol chilona
Ho.. Ho.. Nodi…
Nodir jol chilona kul chilona
Chilo shudhui dheu
Amar ekta..
Amar ekta nodi chilo Janlona toh keu
Eikhane ek nodi chilo
Janlo na to keu
Nodir jol chilona kul chilona
Chilo shudhui dheu
Amar ekta..
Amar ekta nadi chilo
Janlo na toh keu
Sei dheuyete vese vese
Nouka hethay elam sheshe
Oho aha aha ehe ||
Ekhon ami santar kati
Santar bhola keu
Bank chilo tar shakhe shakhe
Shakhay shakhay banke banke
Bake bake jomlo mela
Melar bhire ekla eka sujon hara keu
…………………………
Song: Amar Ekta Nodi Chelo
Singer: Pathik Nabi
Lyric: Pathik Nabi
Tune: Pathik Nabi
Album: Achena Pothik