আমার ঘরের চাবি পরেরই হাতে।
কেমনে খুলিয়া সে ধন দেখবো চক্ষেতে।।
আপন ঘরে....
Song details
Song -আমার ঘরের চাবি পরেরই হাতে
Singers - Kiran Chandra Ray
Lyrics - Fakir Lalon Shah
Lyrics
আমার ঘরের চাবি পরেরই হাতে।
কেমনে খুলিয়া সে ধন দেখবো চক্ষেতে।।
আপন ঘরে বোঝাই সোনা
পরে করে লেনাদেনা।
আমি হলাম জন্মকানা
না পাই দেখিতে।।
রাজি হলে দারোয়ানী
দ্বার ছাড়িয়ে দেবেন তিনি।
তারে বা কই চিনি শুনি
বেড়াই কুপথে।।
এই মানুষে আছে রে মন
যারে বলে মানুষরতন।
লালন বলে পেয়ে সে ধন
না পাই চিনিতে।।