আমার সোনার ময়না পাখি
কোন দোষেতে গেলা উইড়া রে
দিয়া মোরে ফাকি রে
আমার সোনার ময়না....
Song details
Song -আমার সোনার ময়না পাখি
Singers - Shayan Chowdhury Arnob
Lyrics - Muhammad Usman Khan
Lyrics
আমার সোনার ময়না পাখি
কোন দোষেতে গেলা উইড়া রে
দিয়া মোরে ফাকি রে
আমার সোনার ময়না পাখি।
সোনাবরন পাখিরে আমার
কাজল বরন আখি
দিবানিশি মন চাই ওরে
বাইন্ধা তোরে রাখিরে
আমার সোনার ময়না পাখি।
দেহ দিছি প্রাণ ও দিছি
আর নয় কিছু বাকি রে
সাজন ফুলের বাসন দিয়া রে
অঙ্গে দিছি মাখি রে
আমার সোনার ময়না পাখি।
যাইবা যদি নিঠুরও পাখি
ভাসাইয়া দুই আখি
এ জীবনও যাবার কালে রে…
পাখি রে…
এ জীবন ও যাবার কালে রে
একবার যেন দেখি রে
আমার সোনার ময়না পাখি
কোন দোষেতে গেলা উইড়া রে
দিয়া মোরে ফাকি রে
আমার সোনার ময়না পাখি।
গীতিকারঃ মোহাম্মদ ওসমান খান
সুরকারঃ মোহাম্মদ ওসমান খান
গেয়েছেনঃ নীনা হামিদ
অ্যালবামঃ বিচ্ছেদী