আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি |
Song details
Song -আমার সোনার বাংলা
Singers - Somobeto
Lyrics - Rabindranath Tagore
Lyrics
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি |
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস
আমার প্রাণে বাজায় বাঁশি।
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি |
ও মা, ফাগুনে তোর আমের বনে
ঘ্রাণে পাগল করে–
(মরি হায়, হায় রে)
ও মা, অঘ্রাণে তোর ভরা খেতে,
(আমি) কি দেখেছি মধুর হাসি।।
কী শোভা, কী ছায়া গো,
কী স্নেহ, কী মায়া গো–
কী আঁচল বিছায়েছ
বটের মূলে, নদীর কূলে কূলে।।
মা তোর মুখের বাণী
আমার কানে লাগে
সুধার মতো–
(মরি হায়, হায় রে)
মা, তোর বদনখানি মলিন হলে
আমি নয়ন জলে ভাসি।।