আমারে চোখ ইশারায়
ডাক দিলে কেন ও দরদী | ....
Song details
Song -আমারে চোখ ইশারায় ডাক দিলে কেন ও দরদী
Lyrics - Tapan Sinha
Lyrics
আমারে চোখ ইশারায়
ডাক দিলে কেন ও দরদী |
তোমার ঐ চোখের কোণে
হাসির টানে এলেম মরমী |
যে গান আমার পড়ল ঝরে,
পথের দু-ধারে
সে যে তারে কুড়িয়ে নিল
মনের মাঝারে |
আমি শাড়ি নেব, গয়না নেব,
দুলবে কানে দুল
আর নাকে তোমার গড়িয়ে দেব
লাল পাথরের ফুল |
পায়ে চলা পথের কথা
কে জানেরে, কে জানে ?
কোথায় যে তার জনম্ হল
কোথায় হল শেষ
কে জানেরে, কে জানে ?
মাটির গড়া এ ধরণী
যেথায় হবে শেষ,
সেথায় বুঝি আছে
আমার স্বপ্নে পাওয়া দেশ |
ঐ পায়ে চলা পথে
আমি হব তোমার সাথি গো
হব তোমার সাথি,
দুজনেতে চলব মোরা
হব ব্যথার ব্যথী গো
হব ব্যথার ব্যথী |
…………….
কথা : তপন সিংহ
চলচ্চিত্র : চার চরিত্র