আমায় একটু জায়গা দাও মন্দিরে বসি
আমি অনাহত একজন, অনেক দোষেতে দোষী
আমি....
Song details
Song -আমায় একটু জায়গা দাও মন্দিরে বসি
Lyrics - Pulak Bandyopadhyay
Lyrics
আমায় একটু জায়গা দাও মন্দিরে বসি
আমি অনাহত একজন, অনেক দোষেতে দোষী
আমি সবার পিছনে থাকবো শুধু মনে মনে মাকে ডাকবো
কারো কাজে বাধা হলে সাজা দিও যত খুশী
আমায় সাজা দিও যত খুশী ।
ভেব না হঠাত্ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব
দুর থেকে শুধু চোখের জলেতে মার রাঙা পা ধুয়ে দেব ।
শুধু আরতি যখন করবে, মা’র পূজাদীপ তুলে ধরবে
আমাকে দেখতে দিয়ো মায়ের একটু হাসি ।
(সুরঃ মৃণাল বন্দ্যোপাধ্যায়, শিল্পীঃ মান্না দে)