আমায় কৃপা কর হে দয়াময়
তোমার চরণে প্রভু দিয়ো ঠাঁই
জানি তুমি আছ ক্ষমাসুন্দর
পাপের....
Song details
Song -আমায় কৃপা কর হে দয়াময়
Singers - Hemanta Mukherjee
Lyrics - Gauri Prasanna Mazumder

For more details click here
Lyrics
আমায় কৃপা কর হে দয়াময়
তোমার চরণে প্রভু দিয়ো ঠাঁই
জানি তুমি আছ ক্ষমাসুন্দর
পাপের পঙ্কে যদি ডুবে যাই।।
যে লোহা বঁটিতে কাটে পূজারই ফল,
সে যে ব্যাধের অস্ত্র হয় হিংসারই বল…
পরশমণির কাছে কোনদিনও
তাদের যে কোনও ভেদাভেদ নাই।।
পান করে সকলেই তটিনীর জল,
সে যে নালাতে কভুও কভু নয় নির্মল…
গঙ্গায় মিশে তারা এক হয়ে যায়….
কেন দুটিরে পৃথক করে দেখিতে বা চাই।
………….
“শিকার” কথাচিত্রের গান।
সুর ও শিল্পী : হেমন্ত মুখোপাধ্যায়।