আমি আছি বলে দুখ তুমি তাই আমি যাব চ’লে
এবার ঘুমাও প্রদীপের কাজ শেষ....
Song details
Song -আমি আছি বলে দুখ পাও তুমি
Singers - Dhananjoy Bhattacharya
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
আমি আছি বলে দুখ তুমি তাই আমি যাব চ’লে
এবার ঘুমাও প্রদীপের কাজ শেষ হয়ে গেছে জ্ব’লে।।
আর আসিবে না কোন অশান্তি
আর আসিবে না ভয়ের ভ্রান্তি
আর ভাঙিব না ঘুম নিশীথে গো ‘জাগো প্রিয়া জাগো’ বলে।।
হয়তো আবার সুদূর শূন্য আকাশে বাজিবে বাশিঁ,
গোপী-চন্দন গন্ধ আসিবে বাতায়ন পথে ভাসি’।
চম্পার ডালে বিরহী পাপিয়া
‘পিয়া পিয়া’ বলে উঠিবে ডাকিয়া
বৃন্দাবন কি ভাসিবে (আসিবে) সেদিন রোদন-যমুনা জলে।।