আমি আঙুল কাটিয়া কলম বানাই, চক্ষের জলে কালি
আর পাঁজর ছিঁড়িয়া লিখি এই কথা, পিরীতি....
Song details
Song -আমি আঙুল কাটিয়া কলম বানাই
Singers - Dhananjoy Bhattacharya
Lyrics - Gauri Prasanna Mazumder

For more details click here
Lyrics
আমি আঙুল কাটিয়া কলম বানাই, চক্ষের জলে কালি
আর পাঁজর ছিঁড়িয়া লিখি এই কথা, পিরীতি যে চোরাবালি।।
দীর্ঘশ্বাস যে কাগজ বন্ধু, দুঃখ আখর তারই
মাথার কিরা, সে লিখনের ভাষা আমি লিখিতে পারি
সে ভাব বুঝিতে, সে ভাষা পড়িতে মোর বঁধুয়াই জানে খালি।।
হায় হেন কেন মোর নাই রে, সবাই মুখ্যু আমারে কয়
তোমরাই বল, বল গো, এই পত্র লিখিতে বিদ্যা শিখিতে
পুঁথি কি পড়িতে হয় ?
বিরহ যে তার শিরোনামা, ওগো জানি না বঁধুর নাম
তাই যে গো হায়, পারি না লিখিতে কি তার ঠিকানা ধাম
সে যদি না পড়ে এই প্রান লিখন,
বিধি, চিতায় দাও গো জ্বালি।।
……………………
আমি আঙুল কাটিয়া কলম বানাই
কথা : গৌরীপ্রসন্ন মজুমদার
সুর : নচিকেতা ঘোষ
ছায়াছবি : নবজন্ম (১৯৫৬)
শিল্পী : ধনঞ্জয় ভট্টাচার্য