আমি চিনি গো চিনি
তোমারে ওগো বিদেশিনী
তুমি থাক সিন্ধুপারে
ওগো বিদেশিনী
আমি চিনি গো চিনি
....
Song details
Song -আমি চিনি গো চিনি
Singers - KADERI KIBRIA
Lyrics - Rabindranath Tagore
Lyrics
আমি চিনি গো চিনি
তোমারে ওগো বিদেশিনী
তুমি থাক সিন্ধুপারে
ওগো বিদেশিনী
আমি চিনি গো চিনি
তোমারে ওগো বিদেশিনী
তোমায় দেখেছি
শারদপ্রাতে, তোমায়
দেখেছি মাধবী রাতে
তোমায় দেখেছি
হৃদি-মাঝারে ওগো
বিদেশিনী
আমি আকাশে পাতিয়া কান,
শুনেছি শুনেছি তোমারি
গান
আমি তোমারে সঁপেছি
প্রাণ ওগো বিদেশিনী
ভুবন ভ্রমিয়া শেষে আমি
এসেছি নূতন দেশে
আমি অতিথি তোমারি
দ্বারে ওগো বিদেশিনী
আমি চিনি গো চিনি
তোমারে ওগো বিদেশিনী
তুমি থাক সিন্ধুপারে
ওগো বিদেশিনী
আমি চিনি গো চিনি
তোমারে ওগো বিদেশিনী