আমি চিরকাল প্রেমের কাঙ্গাল।
যে ডালে বান্ধি বাসা। ভাঙে সেই ডাল
আমার এমনই কপাল, হায়রে....
Song details
Song -আমি চিরকাল প্রেমের কাঙাল
Singers - Andrew Kishore
Lyrics - Moniruzzaman Monir
Lyrics
আমি চিরকাল প্রেমের কাঙ্গাল।
যে ডালে বান্ধি বাসা। ভাঙে সেই ডাল
আমার এমনই কপাল, হায়রে এমনই কপাল।।
কত জনার দেখা পাইলাম
আমার কাছে আমি রইলাম।
কারো আমি হইলাম না আপন
স্রোতে ভাসা শেওলা যেন
আমার এ জীবন
জগত জুড়ে মানুষ আছে
মনেরই আকাল, শুধু মনেরই আকাল।।
সুখের চাবি হাতে নিলা
দুখের সাথে ঘর করিলা।
বিধির বিধান না যায় রে খন্ডন
অন্তরেতে আগুন আমার
চোখেতে কান্দন
অন্তর্যামীর নিঠুর খেলা চলবে কতকাল।।
………………………
Song: Ami Chirokal Premero Kangal/আমি চিরকাল প্রেমের কাঙাল
Singer: Andrew Kishore
Lyricist: Moniruzzaman Monir
Composer: Sheikh Sadi Khan
Movie: Princess Tina Khan
Director: Akhtaruzzaman