আমি হিসাব মিলাতে পারিনি,…
হাসি চেয়েছি ব্যথা পেয়েছি
ওগো, তবুও আমি যে হারিনি।
কতবার....
Song details
Song -আমি হিসাব মিলাতে পারিনি
Singers - Hemanta Mukherjee
Lyrics - Gauri Prasanna Mazumder
Lyrics
আমি হিসাব মিলাতে পারিনি,…
হাসি চেয়েছি ব্যথা পেয়েছি
ওগো, তবুও আমি যে হারিনি।
কতবার দীপ জ্বেলেছি
সে তো হাওয়ায় হাওয়ায় নেভে গো,
বল গো নিঠুর নিয়তি
আর কত ব্যথা তুমি দেবে গো।
তীরে এসেছি তরী ডুবেছে….
আমি, তবুও যে আশা ছাড়িনি।
পারিনি যে তবু জানাতে
বাজে মরমে কত সে বেদনা,
শুধু যে লুকায়ে কেঁদেছি
কেউ বলেনি তবু কেঁদনা।
চেয়ে দেখেছি ফুল হেসেছে–
আমি তবুও সে হাসি কাড়িনি।
……………………….
Song :: Aaha Akashe Aaj
Film :: Madhya Raater Tara
Singer :: Hemanta Kumar Mukhopadhyay
Music Director :: Hemanta Kumar Mukhopadhyay
Lyricist :: Gauriprasanna Mazumder
Released: 1961