আমি যামিনী তুমি শশী হে
ভাতিছ গগন মাঝে।। ....
Song details
Song -আমি যামিনী তুমি শশী হে
Singers - Manna Dey
Lyrics - Gauriprasanna Mazumder; Film: Antony Firingee
Lyrics
আমি যামিনী তুমি শশী হে
ভাতিছ গগন মাঝে।।
মম সরসীতে তব উজল প্রভা
বিম্বিত যেন লাজে।।
তোমায় হেরিগো স্বপনে শয়নে
তাম্বুর রাঙ্গা বয়ানে
মরি অপরূপ রূপ মাধুরী
বসন্ত-সম বিরাজে।।
তুমি যে শিশির বিন্দু
মম কুমুদির বক্ষে
না হেরিলে ওগো তোমারে
তমসা ঘনায় চক্ষে।
তুমি অগণিত তাঁরা গগনে
প্রাণবায়ু মম জীবনে
তব নামে মম প্রেম মুরলী
পরাণের গোঠে বাজে।।
……………………….
Song: Ami Jamini Tumi Shashi Hey
Song: আমি যামিনী তুমি শশী হে
Artiste: Manna Dey
Music Director: Anil Bagchi
Lyricist: Gauriprasanna Mazumder
Film: Antony Firingee