আমি মরিলে যেন পাই তোমারে গো
পুনর্জন্ম লইয়া
আমি মরলে এই করিও
আমার মরা....
Song details
Song -আমি মরিলে যেন পাই তোমারে
Singers - Fakir Saheb
Lyrics - Khalek Dewan
Lyrics
আমি মরিলে যেন পাই তোমারে গো
পুনর্জন্ম লইয়া
আমি মরলে এই করিও
আমার মরা না পোড়াইও
না গাড়িও, না দিও ভাসাইয়া
বন্ধু বন্ধু বন্ধু বলে
কান্দিস আমার কর্ণমূলে গো
তমাল ডালে রাখিও বান্ধিয়া
প্রাণ বন্ধুয়া দেশে এলে
সখি তোরা সবাই মিলে
যাইও তারে তমাল তলে লইয়া
বলিস তোমার প্রেমে পড়ে
পরাণ পাখি গেছে উড়ে গো
শূণ্য খাতা রয়েছে পড়িয়া
চণ্ডিদাসের মরণ হইলো
রজকিনী বাঁচাইলো
শাস্ত্রে কয় প্রেমের দোহাই দিয়া
দেওয়ান খালেক মরা ওই পিরীতে
যদি বন্ধুর লাগে চিত্তে গো
নেয় যেন আবার জনম দিয়া