আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণ বীণ
একি বেদনার মত বেজেছে আবার হারান দিন।।....
Song details
Song -আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণ বীণ
Singers - Manna Dey
Lyrics - Shyamal Gupta
Lyrics
আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণ বীণ
একি বেদনার মত বেজেছে আবার হারান দিন।।
ফেলে আসা পথে কুহেলী আঁচল সরায়ে
দুচোখে আমার স্বপন কাজল পরায়ে
তুমি বিগত ব্যথায় এ ভাঙ্গা হৃদয় করেছ লীন।।
ফগুনে আমার ঘিরেছে আবার হিমেল বায়
আলোর পিছনে লুকানো ছায়া মায়া জড়ায়।
কবে চলে গেছ সে কথা তখন ভুলেছি
ভুল করে শুধু ভুলের ফসল তুলেছি
তারা মালা না গাঁথার খেলায় শুকাল হে উদাসীন।।
……………………..
Song: Ami Niralay Bose
Song: আমি নিরালায় বসে
Artiste : Manna Dey
Music Director : Manna Dey
Lyricist : Shyamal Gupta