আমরা বাঁধন ছেঁড়ার জয়গানে
নির্মম নির্ভীক উদ্দাম উচ্ছল আমরা,
নেইতো পিছিয়ে যাবার ভয়....
Song details
Song -আমরা বাঁধন ছেঁড়ার জয়গানে
Singers - Amal Mukherjee & Chorus
Lyrics - Gauri Prasanna Mazumder
Lyrics
আমরা বাঁধন ছেঁড়ার জয়গানে
নির্মম নির্ভীক উদ্দাম উচ্ছল আমরা,
নেইতো পিছিয়ে যাবার ভয় প্রাণে
দুরন্ত দুর্মদ দুর্বার উচ্ছল, আমরা।
দুঃসাহসের নেশা
এই যে প্রাণে মেশা,
হারিয়ে যেতেই জানি,
বাঁধন নাহি মানি।
দুর্জয় নির্ভয় চঞ্চল আমরা।
অজানারই ডাকে
ঘরে কি মন থাকে?
চলার নেশায় মাতি,
পথ আমাদের সাথী।
সুন্দর শাশ্বত নির্মল আমরা।
……………………..
Song : Amra Bandhan Chedar Joygaane
গান : আমরা বাঁধন ছেঁড়ার জয়গানে
Movie : Shes Parjyanta
Singer : Amal Mukhopaddhay chorus
Lyricist : Gauri Prasanna Mazumder
Music Director: Hemanta Mukherjee