বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ
বাংলার খ্রীস্টান বাংলার মুসলমান,
আমরা সবাই বাঙালি!
তিতুমীর ঈসা খাঁ....
Song details
Song -আমরা সবাই বাঙালী (বাংলার হিন্দু)
Singers - Shyamal Mitra
Lyrics - Gauri Prasanna Mazumder
Lyrics
বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ
বাংলার খ্রীস্টান বাংলার মুসলমান,
আমরা সবাই বাঙালি!
তিতুমীর ঈসা খাঁ সিরাজ সন্তান এই বাংলাদেশের,
ক্ষুদিরাম সূর্যসেন নেতাজী সন্তান এই বাংলাদেশের,
এই বাংলার কথা বলতে গিয়ে বিশ্বটাকে কাঁপিয়ে দিল কোন সে কন্ঠস্বর,
মুজিবর, সে যে মুজিবর,
জয় বাংলা বলে রে ভাই।।
ছয়টি ছেলে বাংলা ভাষার চরণে দিল প্রাণ,
তারা বলে গেল ভাষাই ধর্ম ভাষাই মোদের প্রাণ।।
মাইকেল বিশ্বকবি নজরুল সন্তান এই বাংলাদেশের,
কায়কোবাদ বিবেকানন্দ অরবিন্দু সন্তান এই বাংলাদেশের,
এই বাংলার কথা বলতে গিয়ে বিশ্বটাকে কাঁপিয়ে দিল কোন সে কন্ঠস্বর,
মুজিবর, সে যে মুজিবর,
জয়বাংলা বলে রে ভাই।।