আঁধারে আমি তোমায় খুঁজে মরি,
চলিতে যে হায় কাঁটা বেঁধে পায়
জলে আঁখি....
Song details
Song -আঁধারে আমি তোমায় খুঁজে মরি
Singers - Manabendra Mukherjee
Lyrics -
Lyrics
আঁধারে আমি তোমায় খুঁজে মরি,
চলিতে যে হায় কাঁটা বেঁধে পায়
জলে আঁখি যায় গো ভরি।
তনুমন মম বিবশ বিরহে
কাটেনা বিভাবরী।
কেমনে প্রাণ তোমা বিনা রাখি
মালা মোর যায় যে ঝরি।
জানিনা তো কেন আমারে কাঁদায়ে
সুদূরে গেলে সরি।
গগনে গগনে মত্ত ঘনঘটা
বিজুরী ওই ঝলকে,
সঘনে ডাকে দেয়া পবন উতরোল
নয়নে বারি ছলকে।
ভরিল আজি যেন নিবিড় মেঘছায়া
ব্যাকুল আঁখি পলকে,
জানিনা তো আজি আমারে কাঁদায়ে
আছ কোথা অলখে।
………………..
বসন্ত বাহার কথাচিত্রের গান।
শিল্পী : মানবেন্দ্র মুখোপাধ্যায়
সুর : জ্ঞানপ্রকাশ ঘোষ।