আপনার আপনি ফানা হলে
সে ভেদ জানা যাবে।
কোন নামে ডাকিলে তারে
হৃদাকাশে উদয়....
Song details
Song -আপনার আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে
Singers - Anusheh Anadil
Lyrics - Fakir Lalon Shah
Lyrics
আপনার আপনি ফানা হলে
সে ভেদ জানা যাবে।
কোন নামে ডাকিলে তারে
হৃদাকাশে উদয় হবে।।
আরবী ভাষায় বলে আল্লাহ
ফারসীতে কয় খোদাতালা।
গড বলিছে যীশুর চেলা
ভিন্ন দেশে ভিন্নভাবে।।
মনের ভাব প্রকাশিতে
ভাষার উদয় এ জগতে।
মনাতীত অধরে চিনতে
ভাষাবাক্য নাহি পাবে।।
আল্লাহ হরি ভজন পূজন
এ সকল মানুষের সৃজন।
অনামক চেনায় বচন
বাগেন্দ্রিয় না সম্ভবে।।
আপনাতে আপনি ফানা
হলে তারে যাবে জানা।
সিরাজ সাঁই কয় লালন কানা
স্বরূপে রূপ দেখ সংক্ষেপে।।