অসীম আকাশে অগণ্য কিরণ, কত গ্রহ উপগ্রহ
কত চন্দ্র তপন ফিরিছে বিচিত্র....
Song details
Song -অসীম আকাশে অগণ্য কিরণ, কত গ্রহ উপগ্রহ
Lyrics - Rabindranath Tagore
Lyrics
অসীম আকাশে অগণ্য কিরণ, কত গ্রহ উপগ্রহ
কত চন্দ্র তপন ফিরিছে বিচিত্র আলোক জ্বালায়ে
তুমি কোথায়, তুমি কোথায়?।
হায় সকলই অন্ধকার– চন্দ্র, সূর্য, সকল কিরণ,
আঁধার নিখিল বিশ্বজগত।
তোমার প্রকাশ হৃদয়মাঝে সুন্দর মোর নাথ
মধুর প্রেম-আলোকে তোমারি মাধুরী তোমারে প্রকাশে॥