আসিয়া কাছে গেলে ফিরে
কেন আসিয়া কাছে গেলে ফিরে।।
মুখের হাসি সহসা কেন
নিভে....
Song details
Song -আসিয়া কাছে গেলে ফিরে | ASIYA KACHHE GELE PHIRE
Singers - Dipali Talukdar
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
আসিয়া কাছে গেলে ফিরে
কেন আসিয়া কাছে গেলে ফিরে।।
মুখের হাসি সহসা কেন
নিভে গেল আঁখি নীরে
ফুটিতে গিয়া কোন কথার মুকুল
ঝরে গেল অধরের তীরে।।
ঝড় উঠিয়াছে বাহির ভুবনে আঁধার নামে বন ঘিরে
যে কথা বলিলে না-ব’লে যাও বিদায় -সন্ধ্যা তিমিরে।।