পানি গড়গড়ায়া পরতাছে বাবা আমায় ডাকতাছে
গড়গড়ায়া পরতাছে বাবা আমায় ডাকতাছে
আয়রে মানিক....
Song details
Lyrics
পানি গড়গড়ায়া পরতাছে বাবা আমায় ডাকতাছে
গড়গড়ায়া পরতাছে বাবা আমায় ডাকতাছে
আয়রে মানিক আমার বুকে আয়
হাইরে, আয়রে মানিক আমার বুকে আয়
বুকের ভেতর আছে প্রাণ তার ভিতরে মেশিনগান-
ভান্ডারী আমারে পাগল বানাইছে
পানি গড়গড়ায়া পরতাছে বাবা আমায় ডাকতাছে
গড়গড়ায়া পরতাছে বাবা আমায় ডাকতাছে
আয়রে মানিক আমার বুকে আয়
হাইরে আয়রে মানিক আমার বুকে আয়
বুকের ভেতর আছে প্রাণ তার ভিতরে মেশিনগান-
ভান্ডারী আমারে পাগল বানাইছে
বটতলা তিন রাস্তার মোড়ে, আমার বাবার আস্তানা
ভক্তগণে জিকির করে- আমার বাবা মাওলানা
বটতলা তিন রাস্তার মোড়ে, আমার বাবার আস্তানা
ভক্তগণে জিকির করে- আমার বাবা মাওলানা
প্রেম বাজারে বসিয়া প্রেমের খেলা খেলিয়া
প্রেম বাজারে বসিয়া প্রেমের খেলা খেলিয়া
আশেকের মন কাইরা নিয়াছে বাবা
আশেকের মন কাইরা নিয়াছে
বুকের ভেতর আছে প্রাণ তার ভিতরে মেশিনগান-
ভান্ডারী আমারে পাগল বানাইছে
পানি ‘গরগরাইয়া পরতাছে,বাবা আমায় ডাকতাছে
পানি ‘গরগরাইয়া পরতাছে,বাবা আমায় ডাকতাছে
আয়রে মানিক আমার বুকে আয়-বাবা
আয়রে মানিক আমার বুকে আয়-বাবা
বুকের ভেতর আছে প্রাণ তার ভিতরে মেশিনগান-
ভান্ডারী আমারে পাগল বানাইছে-!!বাবা
বাবাই আমার অলির অলি পাগলা ভক্তের দয়াল চান
চরণ ধুলি দেও না বাবা আমরা তোমার আশেকান
বাবাই আমার অলির অলি পাগলা ভক্তের দয়াল চান
চরণ ধুলি দেও না বাবা আমরা তোমার আশেকান
মারিফতের গোপন খেলা না বুঝিলে বড় জ্বালা
মারিফতের গোপন খেলা না বুঝিলে বড় জ্বালা
আমারে দাও শিখাইয়া পাগল বানাইছে বাবা
আমারে দাও শিখাইয়া পাগল বানাইছে
বুকের ভেতর আছে প্রাণ তার ভিতরে মেশিনগান-
ভান্ডারী আমারে পাগল বানাইছে
বুকের ভেতর আছে প্রাণ তার ভিতরে মেশিনগান-
ভান্ডারী আমারে পাগল বানাইছে
পানি ‘গরগরাইয়া পরতাছে,বাবা আমায় ডাকতাছে-!!
আয়রে মানিক আমার বুকে আয়-বাবা!!
বুকের ভেতর আছে প্রাণ তার ভিতরে মেশিনগান-
ভান্ডারী আমারে পাগল বানাইছে