বাইরে আমার যা দেখ গো
সবটুকু তার অভিনয়।
আসল সোনা হারিয়ে অঙ্গ
মেকি সোনায়....
Song details
Song -বাইরে আমার যা দেখ গো সবটুকু তার অভিনয়
Singers - Sandhya Mukhopadhyay
Lyrics - Gauri Prasanna Mazumder
Lyrics
বাইরে আমার যা দেখ গো
সবটুকু তার অভিনয়।
আসল সোনা হারিয়ে অঙ্গ
মেকি সোনায় ভরে রয়।
আমার মনের চোখে শ্রাবণ কাঁদে
বাহির চোখে ফাগুন গো।
আমার মন জ্বালাতে জ্বলে যেন,
রূপেরই এই আগুন গো।
আমার হাতেরই এই ফুলের মালা
কঁটারই সেই জ্বালা বয়।
চলে প্রেমের হাটে রূপ বিকিয়ে
আমার বেচা-কেনা,
জগৎটারে চিনে আমি
নইতো কারো চেনা।
ভোগের বাসর সাজিয়ে হাসি
ধার করা এই মুখে গো,
তুমি তো এক জননী সে।
কাঁদে আমার বুকে গো।
শুধু সান্ত্বনা মোর আমার ভিতের
মাটিতে মার পূজো হয়।
…………………………
Song: Baire AamarJaa Dekho Go
Film Title: Ashay Bandhinu Ghar
Artist: Sandhya Mukhopadhyay
Lyricist: Gauriprasanna Mazumder