বন্ধু তোমার আসার আশাতে
বসে আছি সাঁঝ রাতে
রাত হল শেষ প্রভাতে
তবু তোমার দেখা হল....
Song details
Lyrics
বন্ধু তোমার আসার আশাতে
বসে আছি সাঁঝ রাতে
রাত হল শেষ প্রভাতে
তবু তোমার দেখা হল না, হল না |
বন্ধু মাঝ দরিয়ায় দাঁড় টানি
একূল ওকূল না জানি
হালে আমি পাই না পানি
তবু তোমার দয়া হল না, হল না |
তাইরে নাইরে তাইরে নাই
তাইরে নাইরে তাইরে নাই
তাইরে নাইরে তাইরে নাই
তাইরে নাইরে তাইরে নাই |
তুমি ডুব দিয়েছ অতলে
আমার জীবন করে বিফলে
এখন ভেসে বেড়াই দেশে দেশে ভাসি নয়ন জলে |
ছিল যে আকাশেরই চাঁদ
দেখি সে মরণেরই ফাঁদ
আমার সুখে সাধল বাঁধ বন্ধু
তবু আমার সুখে সাধল বাঁধ বন্ধু
তবু আমার মরণ হল না, হল না, হল না হল না
তাইরে নাইরে তাইরে নাই
তাইরে নাইরে তাইরে নাই
তাইরে নাইরে তাইরে নাই
তাইরে নাইরে তাইরে নাই |
আমি টানি দাঁড় এপারে
পাল তুলে দিই ওপারে
এখন এপার ওপার ওপার এপার হল একাকার |
বুঝি, শুনি বাঁশি কার
জানি যাওয়া হবে সার
ভাবি যাব কাছে তার, বন্ধু
তবু আমার যাওয়া হল না, হল না, হল না, হল না |
…………………………
Song: Bandhu Tomar Asar Ashate
Film Title: Ekhani
Artist: Mrinal Mukherjee
Music Director: Tapan Sinha
Lyricist: Tapan Sinha
Director: Tapan Sinha