বাড়ির মানুষ কয় আমায় তাবিজ করেছে
পাড়াপড়শি কয় জ্বিনে-ভূতে ধরেছে
কি করে বলি ওদের, কেউ আমায় ভালোবেসেছে
....
Song details
Lyrics
বাড়ির মানুষ কয় আমায় তাবিজ করেছে
পাড়াপড়শি কয় জ্বিনে-ভূতে ধরেছে
কি করে বলি ওদের, কেউ আমায় ভালোবেসেছে
ভালোবেসেছে
বাড়ির মানুষ কয় আমায় তাবিজ করেছে
পাড়াপড়শি কয় জ্বিনে-ভূতে ধরেছে
আমি নাকি জলের ছলে যাই ঘাটে
আমার নাকি পথ চেয়ে দিন কাটে
আমি নাকি জলের ছলে যাই ঘাটে
আমার নাকি পথ চেয়ে দিন কাটে
কি বলে ছাই বুঝি না
অন্য কিছু জানি না
শুধু জানি মনের ঘরে চোর এসেছে
চোর এসেছে
বাড়ির মানুষ কয় আমায় তাবিজ করেছে
পাড়াপড়শি কয় জ্বিনে-ভূতে ধরেছে
আমি এখন নিজের কানে দেই তালা
বিধি-নিষেধ শুনলে ধরে গা জ্বালা
আমি এখন নিজের কানে দেই তালা
বিধি-নিষেধ শুনলে ধরে গা জ্বালা
যা বলে তা মানি না
মন্দ-ভালো বুঝি না
শুধু জানি কারো চোখে চোখ পড়েছে
চোখ পড়েছে
বাড়ির মানুষ কয় আমায় তাবিজ করেছে
পাড়াপড়শি কয় জ্বিনে-ভূতে ধরেছে
কি করে বলি ওদের, কেউ আমায় ভালোবেসেছে
ভালোবেসেছে
বাড়ির মানুষ কয় আমায় তাবিজ করেছে
পাড়াপড়শি কয় জ্বিনে-ভূতে ধরেছে
বাড়ির মানুষ কয় আমায় তাবিজ করেছে
পাড়াপড়শি কয় জ্বিনে-ভূতে ধরেছে
Barir Manus Koy Amay Lyrics:
Barir manush amaea tabij koreche
para porshi koy jin e bhut e dhoreche
ki kore boli oder
keu amae bhalobesheche bhalobesheche ||
Ami naaki jole chole jaai ghaat e
amar naaki potho cheye din kaate |
ki bole chaai bujhina onno kichu janina
shudhu jaani moner ghore
chor esheche
chor esheche ||
Ami akhon nijer kaan e dei talaa
bidhi nishedh shunle dhore gaa jalaa |
jaa bole ta manina mondo bhalo khujina
shudhu jaani kaaro chokhe
chokh poreche
chokh poreche ||
…………………………
Song: Barir Manus Koy Amay
Artist: Runa Laila
Music Director: Alauddin Ali
Lyricist: Maniruzzaman Manir