ভালোবাসি বলে যাও লিরিক্স:
আমার এ দুনিয়াটা তুমি নিয়ে নাও
আমার এ দুনিয়াটা তুমি নিয়ে নাও
শুধু একবার ভালোবাসি বলে....
Song details
Lyrics
ভালোবাসি বলে যাও লিরিক্স:
আমার এ দুনিয়াটা তুমি নিয়ে নাও
আমার এ দুনিয়াটা তুমি নিয়ে নাও
শুধু একবার ভালোবাসি বলে যাও,
বলোনা হীরা মতি কি চাও নিতে
পারোনা তোমার ওই মন কি দিতে,
আমার এ দুনিয়াটা তুমি নিয়ে নাও
শুধু একবার ভালোবাসি বলে যাও
শুধু একবার ভালোবাসি বলে যাও।
জানিনা কিভাবে কি হয়ে গেলো
তোমাকে হৃদয় খুঁজে পেলো ||
যদি বলো আমার আপন হবে
আমি আর কিছুই চাই না তবে,
এ জীবন নেবে যদি নিয়ে নাও
শুধু একবার ভালোবাসি বলে যাও,
শুধু একবার ভালোবাসি বলে যাও।
চিরদিনই তুমি থাকবে কাছে
এটুকু চাওয়া তোমার কাছে ||
তুমি আমি বানাবো আকাশে ঘর
আমি চাইনাতো আর কিছু তারপর,
তুমি হেসে হাত ধরে কথা দাও
শুধু একবার ভালোবাসি বলে যাও,
শুধু একবার ভালোবাসি বলে যাও।
আমার এ দুনিয়াটা তুমি নিয়ে নাও
আমার এ দুনিয়াটা তুমি নিয়ে নাও
শুধু একবার ভালোবাসি বলে যাও,
শুধু একবার ভালোবাসি বলে যাও।
…………………..
Song: Bhalobasi Bole Jao | ভালোবাসি বলে যাও
Singer: Imran mahmudul & Marufa Trisha
Lyrics : Asif Iqbal
Tune & music: Imran Mahmudul