বিদেশীর সঙ্গে কেউ প্রেম করো না।
আগে ভাব জেনে প্রেম করো
যাতে ঘুচবে....
Song details
Song -বিদেশীর সঙ্গে কেউ প্রেম করো না | Bidesir Sone Prem Kew Prm Koro Na
Singers - Somir Baul
Lyrics - Fakir Lalon Shah
Lyrics
বিদেশীর সঙ্গে কেউ প্রেম করো না।
আগে ভাব জেনে প্রেম করো
যাতে ঘুচবে মনের বেদনা।।
ভাব দিলে বিদেশীর ভাবে
ভাবে ভাব কভু না মিশিবে।
পথের মাঝে গোল বাঁধিলে
কারো সাথে কেউ যাবে না।।
দেশের দেশী যদি সে হয়
মনে করে তারে পাওয়া যায়।
বিদেশী ঐ জংলা টিয়ে
কখনো পোষ মানে না।।
নলিনী আর সূর্যের প্রেম যেমন
সেই প্রেমের ভাব লও রসিক সুজন।
অধীন লালন বলে ঠকলে আগে
কাঁদলে শেষে সারবে না।।
- এসো শারদ প্রাতের পথিক এসো শিউলি বিছানো পথে | ESO SHARAD PRATER PATHIK
- ওরে আয় অশুচি আয়রে পতিত এবার মায়ের পূজা হবে | ORE AY ASHUCHI AY RE PATIT
- কবি, সবার কথা কইলে, এবার নিজের কথা কহ | Kobi Sobar Katha Koiley, Ebar Nijer Katha Kaho
- খাতুনে জান্নাত ফাতেমা জননী |Khatune Jannat Fatema Janani
- চাঁদের কন্যা চাঁদ সুলতানা, চাঁদের চেয়েও জ্যোতি | Chander Konya Chand Sultana
- ঝড় এসেছে ঝড় এসেছে কাহারা যেন ডাকে | Jhor Esheche Jhor Esheche Kahara Jeno Dake