বিনা পাগালে গড়িয়ে কাঁচি
করছো নাচানাচি।
ভেবেছো....
Song details
Song -বিনা পাগালে গড়িয়ে কাঁচি
Singers - Shofi Mondol
Lyrics - Fakir Lalon Shah
Lyrics
বিনা পাগালে গড়িয়ে কাঁচি
করছো নাচানাচি।
ভেবেছো কামার বেটারে
ফাঁকিতে ফেলেছি।।
জানা যাবে এসব নাচন
কাঁচিতে কাটবে না যখন
কারে করবি দোষী।
বোঁচা অস্ত্র টেনে কেবল
মরছো মিছামিছি।।
পাগলের গোবধ আনন্দ
মন তোমার আজ সেহি ছন্দ
দেখে ধন্দ আছি।
নিজ মরণ পাগলে বোঝে
তাও তোমার নাই বুঝি।।
কেন রে মন এমন হলি
আপন ফাঁকে আপনি প’লি
তাও তো মহাখুশি।
সিরাজ সাঁই কয় লালন রে তোর
জ্ঞান হলো নৈরাশী।।