(বঁধুর মুখে মধু দিয়ে)
কানেতে তার মধু দিয়ে, প্রাণের মধু দাও ঢেলে
ওগো....
Song details
Song -বঁধুর মুখে মধু দিয়ে মধুর মধুর কও কথা
Singers - Geeta Das
Lyrics - Gauri Prasanna Mazumder
Lyrics
(বঁধুর মুখে মধু দিয়ে)
কানেতে তার মধু দিয়ে, প্রাণের মধু দাও ঢেলে
ওগো লজ্জাবতী লতা।
কড়ি খেলায় কে জেতে আর কেবা হারে দেখি,
তোমার মন পোড়ানো পিরীতি ওগো,
আসল না সে মেকী, বিচার করে দেখি।
শুধু অলি প্রাণের রসকলি ফোটার আকুলতা
ওগো লজ্জাবতী লতা।
ঘোষটা দিয়ে ঐ লাজুক বড় সোনার ও মুখ ঢাকে
বাঁকা চাঁদে একটু ওকি যেন মেঘের ফাঁকে
বুঝি বাজে প্রাণের আরো আছে, পাওয়ার চপলতা,
ওগো লজ্জাবতী লতা।।
…………………………
Song Name : Bodhur Mukhe Modhu Diye
Artist : Geeta Das
Music Director : V. Balsara
Lyricist : Gauriprasanna Mazumder
Movie : Ashay Badhinu Ghar