বোকা মন লিরিক্স:
ভাঙ্গবেনা বলেছিলে তাই, এই মন
সব সুখ তোমার নামে দিলাম
যেইনা বুকেতে মেশালাম, তোমাকে
অচেনা কষ্টের খোঁজ পেলাম
কেন....
Song details
Lyrics
বোকা মন লিরিক্স:
ভাঙ্গবেনা বলেছিলে তাই, এই মন
সব সুখ তোমার নামে দিলাম
যেইনা বুকেতে মেশালাম, তোমাকে
অচেনা কষ্টের খোঁজ পেলাম
কেন বুঝিনা এমন হয়
যে জোড়ে মন
সেই ভেঙে যায়
ভালোবাসা এমনও কি হয়
জানিনা কিভাবে বোঝাবো তোমায়
তুমি ছাড়া আমি আজ কত অসহায়
ভুলে যেতে চাই যত স্মৃতি তোমার
তবু বোকা মন শুধু কেঁদে মরে হায়
স্বপ্ন যে চোখে দেখেছি, তোমারই
আজ সেই দুচোখে শুধু জল
চাইলেই কি পারতেনা তুমি মেটাতে
জমানো যত কোলাহল
কেন বুঝিনা এমন হয়
হাসতে গেলেও বুক ফেটে যায়
ভালোবাসা এমনও কি হয়
জানিনা কিভাবে বোঝাব তোমায়
তুমি ছাড়া আমি আজ কত অসহায়
ভুলে যেতে চাই যত স্মৃতি তোমার
তবু বোকা মন শুধু কেঁদে মরে হায়
থাকবেনা যদি সেই
কেন হাত বাড়ালে
মিথ্যে মায়ায় তবু কেন জড়ালে
বোঝেনারে বোকা মন
তোমাকেই খুঁজে যায়
যায়নারে ফিরে পাওয়া ভালোবাসা হারালে
জানো নাকি তুমি ছাড়া বেঁচে থাকা বড় দায়
তোমাকেই ভালোবেসে জ্বলি সুখে হায়
জানিনা কিভাবে বোঝাবো তোমায়
তুমি ছাড়া আমি আজ কত অসহায়
ভুলে যেতে চাই যত স্মৃতি তোমার
তবু বোকা মন শুধু কেঁদে মরে হায়
ওরে বোকা মন, কেন বোঝে না
তোমাকে ছাড়া কত অসহায়
কত অসহায়
…………………..
Song: BOKA MON | বোকা মন
Singer: HABIB WAHID
Lyrics: Rajat Ghosh
Tune, Music and Programming: Imran Mahmudul