বকুল ফুল বকুল ফুল,
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।
বকুল ফুল বকুল ফুল,
সোনা দিয়া....
Song details
Lyrics
বকুল ফুল বকুল ফুল,
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।
বকুল ফুল বকুল ফুল,
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।
শালুক ফুলের লাজ নাই
রাইতে শালুক ফোটে লো
রাইতে শালুক ফোটে।
শালুক ফুলের লাজ নাই
রাইতে শালুক ফোটে লো
রাইতে শালুক ফোটে।
যার সনে যার ভালবাসা
যার সনে যার ভালবাসা,
সেইতো মজা লোটে লো।
বকুল ফুল বকুল ফুল,
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।
বকুল ফুল বকুল ফুল,
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।
আমার জামাই ধান বায়
হরিণ ডাঙার মাঠে লো
হরিণ ডাঙার মাঠে।
আমার জামাই ধান বায়
হরিণ ডাঙার মাঠে লো
হরিণ ডাঙার মাঠে।
সোনা দেহে ঘাম ঝরে
সোনা দেহে ঘাম ঝরে,
দুঃখে পরান ফাটে লো।
বকুল ফুল বকুল ফুল,
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।
বকুল ফুল বকুল ফুল,
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।
শাওন ও ভাদ্রর মাসে
জামাই আদর করে লো
জামাই আদর করে।
শাওন ও ভাদ্রর মাসে
জামাই আদর করে লো
জামাই আদর করে।
ইচ্ছে জামাই করবো আদর
ইচ্ছে জামাই করবো আদর,
দানাতো নাই ঘরে লো।
বকুল ফুল বকুল ফুল,
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।
বকুল ফুল বকুল ফুল,
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।
শালুক ফুলের লাজ নাই
রাইতে শালুক ফোটে লো
রাইতে শালুক ফোটে।
শালুক ফুলের লাজ নাই
রাইতে শালুক ফোটে লো
রাইতে শালুক ফোটে।
যার সনে যার ভালবাসা
যার সনে যার ভালবাসা,
সেইতো মজা লোটে লো।
বকুল ফুল বকুল ফুল,
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।
বকুল ফুল বকুল ফুল,
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি
Bokul Phul Bokul Phul Lyrics:
Bokul ful bokul ful
Sona diya hat keno bandhaili
Bokul ful bokul ful
Sona diya hat keno bandhaili
Shaluk fuler laj nai
Raite shaluk fote lo
Raite shaluk fote(x2)
Jar shone jar valobasha
Sei to moja lote
Bokul ful bokul ful
Sona diya hat keno bandhaili
Bokul ful bokul ful
Sona diya hat keno bandhaili