বলো বলো সুন্দরী কার দাম বেশী
পয়সার দাম নাকি প্রেমে ধরা হাসি
পয়সাটা নিয়ে যায় না বলে না কেউ
তাজা....
Song details
Song -বলো বলো সুন্দরী কার দাম বেশী
Singers - Bappi Lahiri
Lyrics - Pulak Bandyopadhyay
Lyrics
বলো বলো সুন্দরী কার দাম বেশী
পয়সার দাম নাকি প্রেমে ধরা হাসি
পয়সাটা নিয়ে যায় না বলে না কেউ
তাজা প্রেম তলায় না হয় নাকো বাসি
তুমি আমার আমি তোমার
আর যেন কেউ না হয় তোমার
শুনে শুনে কান পচে যায়
নেই তুলনা তবু একথার
সবার বড় সবার উঁচু
কেউ যদি রয় পৃথিবীতে
নাম তার প্রেম আসনটা তার
পারবেনা তো কেউ সরাতে
…………………………
Song: Bolo Bolo Sundari
Artist: Bappi Lahiri
Music Bappi Lahiri
Lyricist: Pulak Banerjee