বলো স্বরূপ কোথায় আমার সাধের প্যারি।
যার জন্য হয়েছি রে দণ্ডধারী।।
কোথা সে....
Song details
Song -বলো স্বরূপ কোথায় আমার সাধের প্যারি
Singers - Tuntun Baul
Lyrics - Fakir Lalon Shah
Lyrics
বলো স্বরূপ কোথায় আমার সাধের প্যারি।
যার জন্য হয়েছি রে দণ্ডধারী।।
কোথা সে নিকুঞ্জ বন
কোথা যমুনা উজান।
কোথা সেই গোপ গোপিনীগণ আহা মরি।।
রামানন্দের দরশনে
পূর্বভাব উদয় মনে।
যাবো আমি কার বা সনে সেই পুরী।।
আর কি রে সেই সঙ্গ পাবো
মনের সাধ মিটাইবো।
পরম আনন্দে রবো ঐ রূপ হেরি।।
গোরাঙ্গ এই দিনে বলে
আকুল হলাম তিলে তিলে।
লালন বলে ব্রজলীলে কী মাধুরী।।