বনে এসে হারালাম কানাই
কি বলবো মা যশোদায়।। ....
Song details
Song -বনে এসে হারালাম কানাই
Singers - Rowson Fakir
Lyrics - Fakir Lalon Shah
Lyrics
বনে এসে হারালাম কানাই
কি বলবো মা যশোদায়।।
খেললাম সবে লুকোলুকি
আবার হলো দেখাদেখি।
কানাই গেল কোন মুল্লুকি
খুঁজে নাহি পাই।।
শ্রীদাম বলে নেবো খুঁজে
লুকাবে কোন বন মাঝে।
বলাই দাদা বলে বুঝি সে
দেখা দেয় না ভাই।।
সুবল বলে প’লো মনে
বলেছিল একইদিনে।
যাবে গুপ্ত বৃন্দাবনে
গেলো বুঝি তাই।।
খুঁজে খুঁজে হলাম সারা
কোথা গেলি মনচোরা।
আর বুঝি দিবি না ধরা
লালন বলে কি হলো হায়।।