মেঘের গায়ে নূপুর পায়ে নাচে বরষা
বৃষ্টি কি তার ছন্দ জেনেছে
শ্রাবণ কি তার মন্ত্র বলেছে
দু'হাত তুলে কোমল সুরে....
Song details
Lyrics
মেঘের গায়ে নূপুর পায়ে নাচে বরষা
বৃষ্টি কি তার ছন্দ জেনেছে
শ্রাবণ কি তার মন্ত্র বলেছে
দু’হাত তুলে কোমল সুরে ডাকে কুয়াশা
বরষা, ভিজে বরষা
চোখে কি তার ছায়া ফেলেছে
হৃদয়ের কাছে ছোঁয়া মিলেছে
কাজল দীঘির ক্লান্ত বধির তুলেছে কি ঢেউ
সুরের মায়ায় কোমল ছায়ায়
দেখেছে কি কেউ
অন্য চোখে তার দৃশ্য এঁকে যায়
ভীরু ভীরু পায় নাচে বরষায়
দু’হাত তুলে কোমল সুরে
ডাকে কুয়াশা, ভিজে বরষা
মনে কি তার আগল খুলেছে
আঁধারের কাছে মূর্তি গড়েছে
মুগ্ধ চোখে সৃষ্টি সুখে নদী ভিজে যায়
ঢেউয়ের তালে বানের জলে
মেশে মোহনায়
স্বপ্ন চোখে তার দৃশ্য এঁকে যায়
ভীরু ভীরু পায় নাচে বরষায়
দু’হাত তুলে কোমল সুরে
ডাকে কুয়াশা, ভিজে বরষা
মেঘের গায়ে নূপুর পায়ে নাচে বরষা
বৃষ্টি কি তার ছন্দ জেনেছে?
শ্রাবণ কি তার মন্ত্র বলেছে?
দু’হাত তুলে কোমল সুরে ডাকে কুয়াশা
বরষা, ভিজে বরষা
………………………
Song: বরষা | Borosha
Singer : Fuad ft. Kona
Album : Fuad Feat. Kona
Lyric : Shahan Kabondho
Music : Fuad