বসিয়া বিজনে কেন একা মনে
পাণিয়া ভরণে চল লো গোরী
চল জলে চল কাদে বনতল
ডাকে ছল ছল....
Song details
Song -বসিয়া বিজনে কেন একা মনে | Bosiya Bijone Keno Eka Mone
Singers - Ferdous Ara
Lyrics -
Lyrics
বসিয়া বিজনে কেন একা মনে
পাণিয়া ভরণে চল লো গোরী
চল জলে চল কাদে বনতল
ডাকে ছল ছল জল লহরী ।।
দিন চলে যায় বলাকা পাখায়
বিহগের বুকে বিহগী লুকায়
কেদে চখা চখা মাগিছে বিদায়
বারোয়ার সুরে ঝুরে বাশরি ।।
সাঝ হেরে মুখ চাদ কুমুরে
ছায়াপথ সিথি রচি চিকুরে
নাচে ছায়া -নটি কানন-পুরে
দুলে রটপট লতা কবরী ।।
বেলা গেল বধু ডাকে ননদী
চ’লো জল নিতে যাবি লো যদি
কালো হয়ে আসে সুদূর নদী
নাগরিকা-সাজে সাজে নগরী ।।
মাঝি বাধে তরী সিনান-ঘাটে
ফিরিছে পথিক বিজন মাঠে
কারে ভেবে বেলা কাদিয়া কাটে
ভর আখি-জলে ঘট পাপড়ি ।।
ওগো বেদরদী ও রাঙা পায়ে
মালা হয়ে কে গো গেল জড়ায়ে
তব সাথে কবি পড়িল গায়ে
পায়ে রাখি তার না গলে পড়ি ।।
( মন-মিশ্র গজল কাহারবা)
- মনের নেংটি এঁটে করো রে ফকিরী | Moner Nengti Ente Koro Re Fakiri
- প্রেম প্রেম বলে করো কোর্ট কাচারি | Prem Prem Koro Court Kachary
- বাড়ির কাছে আরশিনগর | Barir Kache Arshi Nogor
- পার করো হে দয়াল চাঁদ আমারে | Par Koro He Doyal Chad Amare
- এই মানুষে সেই মানুষ আছে |Ei Manushe Sei Manush Ache
- অকারণে অকালে মোর | Akarane Akale Mor