বসিয়া বিজনে কেন একা মনে
পাণিয়া ভরণে চল লো গোরী
চল জলে চল কাদে বনতল
ডাকে ছল ছল জল লহরী....
Song details
Song -বসিয়া বিজনে কেন একা মনে
Singers - Ferdous Ara
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
বসিয়া বিজনে কেন একা মনে
পাণিয়া ভরণে চল লো গোরী
চল জলে চল কাদে বনতল
ডাকে ছল ছল জল লহরী ।।
দিন চলে যায় বলাকা পাখায়
বিহগের বুকে বিহগী লুকায়
কেদে চখা চখা মাগিছে বিদায়
বারোয়ার সুরে ঝুরে বাশরি ।।
সাঝ হেরে মুখ চাদ কুমুরে
ছায়াপথ সিথি রচি চিকুরে
নাচে ছায়া -নটি কানন-পুরে
দুলে রটপট লতা কবরী ।।
বেলা গেল বধু ডাকে ননদী
চ’লো জল নিতে যাবি লো যদি
কালো হয়ে আসে সুদূর নদী
নাগরিকা-সাজে সাজে নগরী ।।
মাঝি বাধে তরী সিনান-ঘাটে
ফিরিছে পথিক বিজন মাঠে
কারে ভেবে বেলা কাদিয়া কাটে
ভর আখি-জলে ঘট পাপড়ি ।।
ওগো বেদরদী ও রাঙা পায়ে
মালা হয়ে কে গো গেল জড়ায়ে
তব সাথে কবি পড়িল গায়ে
পায়ে রাখি তার না গলে পড়ি ।।
( মন-মিশ্র গজল কাহারবা)