ভালোবাসবো বাসবো রে বন্ধু
ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে
আমার মনের ঘরে চাঁন্দের আলো চুইয়া চুইয়া পড়ে
পুষে রাখবো রাখবো রে বন্ধু...
ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে
আমার মনের ঘরে চাঁন্দের আলো চুইয়া চুইয়া পড়ে
পুষে রাখবো রাখবো রে বন্ধু...
নকশি ফুলের রুমাল পাঠাইলাম বন্ধু আমার
বন্ধু আমার ভুইলোনারে নাম।।
রাইতের বেলায় রাইখো...
তোমার লাগিয়া রে
সদাই প্রাণ আমার কান্দে বন্ধুরে
প্রাণ বন্ধু কালিয়া রে।।
নিদয় নিঠুর...
তুমি কার লাগিয়া গাঁথোরে সখি বকুল ফুলের মালা
নিশি রাতে কুঞ্জবনে আসবে কি শ্যাম...