সোনার মেয়ে
ওগো সোনার মেয়ে, বলনা কি পেয়েছো?
হৃদয় খুলে আপন ভুলে ভালো কি বেসেছো?
বলনা কি পেয়েছো?
ওগো সোনার মেয়ে, বলনা...
ওগো সোনার মেয়ে, বলনা কি পেয়েছো?
হৃদয় খুলে আপন ভুলে ভালো কি বেসেছো?
বলনা কি পেয়েছো?
ওগো সোনার মেয়ে, বলনা...
হৃদয় জুড়ে যত ভালোবাসা
শুধু তোমাকে দেবো ভেবে
স্বপ্নীল মনে রঙিন আশা
শুধু তোমাকে পাবো ভেবে
মনে জাগে এক রঙিন আশা
শুধু...
হিমেল ভোরে ভাসে
কুয়াশারই মেঘ
জড়িয়ে রাখে তার আঁচলে
ধীরে ধীরে হেসে
ছড়িয়ে পড়ে
দিনের আলো শীতের সকালে...
কেনো জানি মেঘের আলাপন
আজ সহসা
কেনো জানি ভরে এই দুনয়নে
এলো বরষা
কেনো জানি শুধু মনে পড়ে
আজ তোমায়
আলো আঁধারি ঢাকা...
ঐ দূর পাহাড়ের ধারে দিগন্তেরই কাছে
নিসঙ্গ বসে একটি মেয়ে গাইছে,
আপন সুরে, আপন সুরে, আপন...