শহরে হঠাৎ আলো চলাচল (রুপকথা রা)
শহরে হঠাৎ আলো চলাচল, জোনাকি নাকি স্মৃতি দাগে …
কাঁপছিল মন, নিরালা রকম, ডাকনাম নামলো...
শহরে হঠাৎ আলো চলাচল, জোনাকি নাকি স্মৃতি দাগে …
কাঁপছিল মন, নিরালা রকম, ডাকনাম নামলো...
ইয়ু এণ্ড মি টুগেদার মেকিং ইট অল সীম ওয়েল
ওহ মাই লাভ, বি মাই লাভ
আই জাস্ট ওয়ানা ডাই...
আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে
শুধু তোমায় ভালোবেসে
আমার দিন গুলো সব রঙ চিনেছে তোমার কাছে...
চল রাস্তায় সাজি ট্রাম লাইন,
আর কবিতায় শুয়ে কাপ্লেট
আহা উত্তাপ কত সুন্দর,
তুই থার্মোমিটারে মাপলে
হিয়া টুপটাপ...
উঠছে জেগে সকালগুলো
পাশ ফিরে মন আবার শুলো
এবার তোকে আদর চোখে দেখবে সে
দেখবে দামাল প্রেম কিরকম
মন্ত্র ছাড়াই জ্বেলেছে...
হতে পারি রোদ্দুর,
হতে পারি বৃষ্টি,
হতে পারি রাস্তা, তোমারই জন্যে।
হতে পারি বদনাম,
হতে...
আজ এক নাম না জানা কোনো পাখি
ডাক দিলো ঠোঁটে নিয়ে খড়কুটো,
আজ এলো কোন অজানা বিকেল
গান দিলো গোধূলী...