চাঁদ ধরা ফাঁদ জান না রে মন
লেহাজ নাই তোমার নাচানাচি সার
একবার লাফ দিয়ে ধরতে চাও....
Song details
Song -চাঁদ ধরা ফাঁদ জান না রে মন |Chad Dhora Faad Jane Na Re Mon
Singers - Fakir Abdur Rob
Lyrics - Lalon Shah
Lyrics
চাঁদ ধরা ফাঁদ জান না রে মন
লেহাজ নাই তোমার নাচানাচি সার
একবার লাফ দিয়ে ধরতে চাও গগন।।
সামান্যে রসের মর্ম পাবে কে
কেবল প্রেমরসের রসিক সে।
সে প্রেম কেমন, কর নিরূপণ
প্রেমের সন্ধি জেনে থাক চেতন।।
ভক্তিপাত্র আগে কর নির্ণয়
মুক্তিদাতা এসে তাতে বারাম দেয়।
নইলে হবে না প্রেম উপাসনা
মিছে জল সেচিয়ে হবে মরণ।।
মুক্তিদাতা আছে নয়নের অজান
ভক্তিপাত্র সিঁড়ি দেখ বর্তমান।
মুখে গুরু গুরু বল, সিঁড়ি ধরে চল
সিঁড়ি ছাড়লে ফাঁকে পড়বি লালন।।
- ঐ অভ্র-ভেদী তোমার ধ্বজা উড়্লে আকাশ-পথে | Oi Avea Vedi Tomar Dhoja
- কেন প্রেম-যমুনা আজি হলো অধীর | KENO PREM JAMUNA AJI HOLO ADHIR
- কালা এত ভাল কি হে কদম্ব গাছের তলা | KALA ETO BHALO KI HE
- ঘুমায়েছে ফুল পথের ধূলায় | GHUMAYECHHE PHUL PATHER DHULAY
- জাগো যোগমায়া জাগো মৃন্ময়ী চিন্ময়ী রূপে জাগো | JAGO JOGMAYA JAGO MRINAMAYI
- তোমার আঁখির মত আকাশের দু’টি তারা | TOMAR ANKHIR MATO AKASHER DUTI TARA