চল্ রে চপল তরুণ-দল বাঁধন হারা
চল্ অমর সমরে, চল ভাঙি’ কারা
জাগায়ে কাননে নব....
Song details
Song -চল্ রে চপল তরুণ-দল বাঁধন হারা | CHAL RE CHAPAL TARUN-DAL
Singers - Kamal Dasgupta
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
চল্ রে চপল তরুণ-দল বাঁধন হারা
চল্ অমর সমরে, চল ভাঙি’ কারা
জাগায়ে কাননে নব পথের ইশারা।।
প্রাণ-স্রোতের ত্রিধারা বহায়ে তোরা ওরে চল!
জোয়ার আনি, মরা নদীতে পাহাড় টলায়ে মাতোয়ারা।।
ডাকে তোরে স্নেহভরে ‘ওরে ফিরে আয় ফিরে ঘরে’
তারে ভোল্ ওরে ভোল্ তোরা যে ঘর-ছাড়া।।
তাজা প্রাণের মঞ্জুরি ফুটায়ে পথে তোরা চল্,
রহে কে ভুলে ছেঁড়া পুঁথিতে তাদের পরানে দে রে সাড়া।
রণ-মাদল আকাশে ঘন বাজে গুরু গুরু।
আঁধার ঘরে কে আছে প’ড়ে তাহার দুয়ারে দে রে নাড়া।।
- ঐ ঘর ভুলানো সুরে কে গান গেয়ে যায় দূরে | OI GHAR BHOLANO SURE
- কে জানে মা তব মায়া | Ke Jane Ma Tabo Maya
- কালো জল ঢালিতে সই চিকন কালারে পড়ে মনে | KALO JOL DHALITE SOI
- গগনে খেলায় সাপ বরষা-বেদিনী | GAGANE KHELAY SHAP BARASHA BEDINI
- জাগো অনশন-বন্দী ওঠ রে যত | JAGO ANASHAN BANDI OTHO RE JATO
- তোমার আসার আশায় দাঁড়িয়ে থাকি একলা বালুচরে | TOMAR ASHAR ASHAY DNARIYE THAKI