চেয়ো না সুনয়না
আর চেয়ো না এ নয়ন পানে ।
জানিতে নাই ক বাকী
সই ও আঁখি কি যাদু জানে....
Song details
Song -চেয়ো না সুনয়না
Singers - Firoza Begum
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
চেয়ো না সুনয়না
আর চেয়ো না এ নয়ন পানে ।
জানিতে নাই ক বাকী
সই ও আঁখি কি যাদু জানে ।।
একে ঐ চাউনি বাঁকা
সুর্মা – আঁকা , তায় ডাগর আঁখি ।
বধিতে তায় কেন সাধ
যে মরেছে এ আঁখি – বাণে ।।
কাননে হরিণ কাঁদে
সলিল ফাদে ঝুরছে শফরী,
বাঁকায়ে ভুরুর ধনু
ফুল – অতনু কুসুম শর হানে ।।
কুনাল কি পড়ল ধর
পীযুষ ভরা ঐ চাদো মুখে ,
কাদিছে নার্গিসের ফুল
লাল কপোলের কমল – বাগানে ।।
জ্বলিছে দিবস রাতি
মোমের বাতি রুপের দেওয়ালী ,
নিশিদিন তাই কি জ্বলি
পড়ছে গলি অঝর নয়ানে ।।
মিছে তুই কথার কাঁটায়
সুর বিধে হায় হার গাঁথিস কবি
বিকিয়ে যায় রে মালা
আয় নিরালা আখির দোকানে ।।