চেয়ো না সুনয়না,
আর চেয়ো না এ নয়ন পানে।
জানিতে নাইকো বাকি,
সই ও আঁখি কি যাদু....
Song details
Song -চেয়ো না সুনয়না
Singers - Mohammed Rafi
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
চেয়ো না সুনয়না,
আর চেয়ো না এ নয়ন পানে।
জানিতে নাইকো বাকি,
সই ও আঁখি কি যাদু জানে।।
একে ঐ চাউনি বাঁকা,
সুর্মা আঁকা তাই ডাগর আঁখি রে,
বধিতে তা’য় কেন সাধ?
যে মরেছে ঐ আঁখির বাণে।
কাননে হরিণ কাঁদে
সলিল ফাঁদে ঝুরছে সফরি
বাঁকা এ ভুরুর ও তনু
ফুল অতনু কুসুম শোরহানে
জ্বলিছে দিবস রাতি,
মোমের বাতি রূপের দেওয়ালি,
নিশিদিন তাই কি জ্বলি’,
পড়ছ গলি’ অঝোর নয়ানে।
মিছে তুই কথার কাঁটায়,
সুর বিঁধে হায়,
হার গাঁথিস কবি।
বিকিয়ে যায় রে মালা,
আয় নিরালা আঁখির দোকানে।