চিরদিন জল ছেঁচে মোর
জল ছাড়ে না এ ভাঙ্গা নায়।
এক মালা জল....
Song details
Song -চিরদিন জল ছেঁচে মোর | Chirodin Jol Shechite
Singers - Sattar Fakir
Lyrics - Fakir Lalon Shah
Lyrics
চিরদিন জল ছেঁচে মোর
জল ছাড়ে না এ ভাঙ্গা নায়।
এক মালা জল ছেঁচতে গেলে
তিন মালা যোগায় তেতালায়।।
ছুতোর বেটার কারসাজিতে
জনম তরীর ছাদ মারা নয়।
তরীর আশেপাশে কাষ্ঠ সরল
মেজেল কাঠ গড়েছে তলায়।।
আগায় মোর মন সর্বক্ষণ
বসে বসে চোকম খেলায়।
আমার দশা তলা ফাঁসা
জল ছেঁচা সার গুদড়ী গলায়।।
মহাজনের অমূল্য ধন
মারা গেল ডাকনি জোলায়।
লালন বলে মোর কপালে
কি হবে নিকাশের বেলায়।।
- কেন সময় বুঝে বাঁধাল বাঁধলে না | Keno Somoy Bujhe Badhal Badhle Na
- অনেক দিয়েছ নাথ | Anek Diyechho Nath
- অসীম ধন তো আছে তোমার, তাহে সাধ না মেটে | Asim Dhan To Ache Tomar
- আমারে চোখ ইশারায় ডাক দিলে হায় কে গো দরদি | AMARE CHOKH ISHARAY DAK DILE HAY
- আজ ভারতের নব আগমনী জাগিয়া উঠেছে মহাশ্মশান | Aj Bharoter Nobo Agomony
- আধখানা চাঁদ হাসিছে আকাশে | Adhkhana Chand Hashiche Akashe