চোখের আড়াল হইলে পরে যেই পিরিতির ধরে ক্ষয়
এই পিরিতি সেই পিরিতি নয়
এই পিরিতি সেই পিরিতি নয়
দেখা দেয়....
Song details
Lyrics
চোখের আড়াল হইলে পরে যেই পিরিতির ধরে ক্ষয়
এই পিরিতি সেই পিরিতি নয়
এই পিরিতি সেই পিরিতি নয়
দেখা দেয় না, কথা কয় না, খোঁজখবর ঠিকই লয়
এই পিরিতি সেই পিরিতি কয়
এই পিরিতি সেই পিরিতি কয়
পন্ডিত মরে তত্ত্ব নিয়া
আরে, পন্ডিত মরে তত্ত্ব নিয়া
মূর্খ মরে তর্ক নিয়া
জ্ঞানীগুণী চিন্তায় মরে
তবে বাঁচে কে?
আরে, সেই তো বাঁচে
হায়, সেই তো বাঁচে অন্তরে যার তার পিরিতের বসত রয়
এই পিরিতি সেই পিরিতি কয়
এই পিরিতি সেই পিরিতি কয়
শিশু খোঁজে আদর যতন
হায় রে, শিশু খোঁজে আদর যতন
প্রেমিক খোঁজে প্রেমিকার মন
ধনী খোঁজে সাত রাজার ধন
তবে পাইলো কে?
আরে, সেই তো পাইলো
হায়, সেই তো পাইলো মন দিয়া মনকে যে করলো জয়
এই পিরিতি সেই পিরিতি কয়
এই পিরিতি সেই পিরিতি কয়
চোখের আড়াল হইলে পরে যেই পিরিতির ধরে ক্ষয়
এই পিরিতি সেই পিরিতি নয়
এই পিরিতি সেই পিরিতি নয়
Chokher Aaral Hoile Pare Lyrics:
chokher adal haile pare yei piritir dhare kshaya
ei piriti sei piriti naya
ei piriti sei piriti naya
dekha deya na, katha kaya na, khonjakhabar thikai laya
ei piriti sei piriti kaya
ei piriti sei piriti kaya
pandit mare tattva nia
are, pandit mare tattva nia
murkh mare tark nia
gyaniguni chinta mare
tave banche ke?
are, sei to banche
haye, sei to banche antare yar taar piriter basat roy
ei piriti sei piriti kaya
ei piriti sei piriti kaya
shishu khonje aadar yatan
haye re, shishu khonje aadar yatan
premik khonje premikar mana
dhani khonje saat raza dhan
tave pilo ke?
are, sei to pilo
haye, sei to pilo mana dia manak ye karlo jai
ei piriti sei piriti kaya
ei piriti sei piriti kaya
chokher adal haile pare yei piritir dhare kshaya
ei piriti sei piriti naya
ei piriti sei piriti naya
…………………………
Song: Chokher Aaral Hoile Pare
Artist: Runa Laila
Music Director: Alauddin Ali
Lyricist: Gazi Mazharul Anwar