দ্বারে এসে ফিরে গেলে তাই,
তোমার আঁখির ছায়া ছিল এ আঁখিতে আঁকা
দেখে তবু চেয়ে....
Song details
Song -দ্বারে এসে ফিরে গেলে তাই
Singers - Hemanta Mukherjee
Lyrics - Gauri Prasanna Mazumder
Lyrics
দ্বারে এসে ফিরে গেলে তাই,
তোমার আঁখির ছায়া ছিল এ আঁখিতে আঁকা
দেখে তবু চেয়ে দেখ নাই।
যে নদী গভীর হয়….
ঢেউ তাতে নাহি রয়,
তাই মোরে চিনিলে না
বুকে একি ব্যথা পাই।
এই প্রাণে কেঁদে মরে
না বলা যে কথা,
শুধু তীর বেঁধা পাখি জানে
মোর আকুলতা।
ভেবেছিনু যারে ফুল
কাটাতে সে হল ভুল,
ঝড়েরই আঘাতে মোর
দীপ বলে নিভে যাই।
…………………………
Song Name: Daare Eshe Fire Gele Tai
Artist : Hemanta Mukherjee
Lyricist : Gauri Prasanna Mazumder
Movie : Joutuk