দূরের তুমি আজ কাছের তুমি হলে,
ফুরালো দিন গোনা মিলন হলো বলে।
এই যে দিন গোনা…
আর তো গুণবোনা,
একাকী আনমনা....
Song details
Lyrics
দূরের তুমি আজ কাছের তুমি হলে,
ফুরালো দিন গোনা মিলন হলো বলে।
এই যে দিন গোনা…
আর তো গুণবোনা,
একাকী আনমনা মাধবী আঁখি খোলে…
দূরের তুমি আজ কাছের তুমি হলে
পলাশ কুমকুমে মধুপ গুঞ্জরে,
পিয়াল মউবনে এ মন মুঞ্জরে…
পাখী তো সারা বেলা বাঁশীতে সুর তোল।
এই যে দিন গোনা…
আর তো গুণবোনা,
একাকী আনমনা মাধবী আঁখি খোলে…
দূরের তুমি আজ কাছের তুমি হলে
জীবন ভরে দিলে সহসা আজ এসে…
এ আমি অনুরাগে তোমাতে আজ মেশে,
তাই কী দুটি চোখে রঙীন খুশি দোলে।
দূরের তুমি আজ কাছের তুমি হলে
…………………………
Song: Durer Tumi Aaj Kacher Tumi Holey
Film Title: Indrani
Artist: Geeta Dutt
Music Director: Nachiketa Ghosh
Lyricist: Gauri Prasanna Mazumder