এ আমায় কোথায় নিয়ে এলে?
যে পাখী আকাশ জুড়ে…
বেড়াত আপনি উড়ে
তারে খাঁচায়....
Song details
Song -এ আমায় কোথায় নিয়ে এলে
Singers - Lata Mangeshkar
Lyrics - Gauri Prasanna Mazumder
Lyrics
এ আমায় কোথায় নিয়ে এলে?
যে পাখী আকাশ জুড়ে…
বেড়াত আপনি উড়ে
তারে খাঁচায় দিলে ঠেলে।
এ কেমন ফন্দী করে…
রেখেছ বন্দী করে,
তার দু’চোখের আলো কেড়ে
কি সুখ বলল পেলে?
এখানে জীবন ভরা অন্ধকার,
প্রাণে তার নেই সে গানের ছন্দ আর।
মনে যার আলোর তৃষা
আঁধারে হারায় দিশা,
কেমন করে দেবে সে তার
গানের প্রদীপ জ্বেলে।
………….
Song:E Amay Kothay Niye Ele
Movie : Pankatilak
Singer : Lata Mangeshkar
Music: Sudhin Dasgupta
Lyrics: Gauriprasanna Majumdar